নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি ও আহরণে কঠোর অবস্থানে কর্ণফুলী উপজেলা প্রশাসন মা ইলিশ সংরক্ষণ মৌসুম উপলক্ষে কর্ণফুলী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কলেজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম।
সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশের মতো কর্ণফুলী উপজেলাতেও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, “মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান চলমান থাকবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম বলেন, “মা ইলিশের প্রজননকালীন সময় রক্ষা করতে পারলে আগামী বছর আরও বেশি ইলিশ পাওয়া যাবে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”