কর্ণফুলী প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম যদি কেয়ারটেকার সরকার না দিত বিএনপি ক্ষমতায় আসতে পারত না। অতীতে যারা নির্বাচন করেছিল ১৯৯৬ সালে আপনারাও ক্ষমতায় আসতে পারতেন না। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে, তাদের যে রাজত্ব সেটার অবসানের জন্য কেয়ারটেকার সরকার দিয়েছিল। জামায়াতে ইসলামী ১৯৮১ এবং ১৯৮৬ সালে ৭ দফা গণদাবি দিয়েছিল আজকেও ৫ দফা দিয়েছি।
গতকাল বুধবার বিকেলে কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড়ে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কাকে ক্ষমতায় আনতে চান! আমরা আপনাদের কথার মাধ্যমে তা বুঝতে পারি। সুতরাং জনগন যাকে চাই তারাই আগামীতে ক্ষমতায় আসবে। দয়াকরে জামায়াতে ইসলামীকে উসকানি দিবেন না। উসকানি দিলে আপনাদের বিরুদ্ধে কথা বলতে আমরা বাধ্য হব।
দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধূরী।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাসের, নুরুল হোসাইন, শহীদুল মোস্তফা, মনির আবছার চৌধুরী, মাস্টার আব্দুল গণি, ডাঃ খোরশেদ আলম, মাস্টার নাছির উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।
ছবির ক্যাপশন : ৫ দফা গণদাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ইসলামীর মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির শাহজাহান চৌধুরী।