চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি নকল টাকা উদ্ধার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউসিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব-৭ এর একটি অভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাসা থেকে নকল টাকা তৈরির গোপন কর্মকাণ্ড চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক বান্ডিল নকল টাকা জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে নকল দেশি টাকা ও বিদেশি মুদ্রা।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।আটক ব্যক্তি একটি জাল টাকা তৈরির চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
র্যাব-৭ জানিয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য ও জব্দকৃত টাকার পরিমাণ শিগগিরই এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।