মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: চট্টগ্রামের কর্ণফুলীর মানুষের কাছে পরিচিত লাভ করে “দিদার ভাই” নামে। পুরো নাম মোঃ দিদার হোসাইন চৌধুরী। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তেমন কোনো পরিচিতি লাভ করতে না পারলেও গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে নিজকে এক প্রকার যোদ্ধা ঘোষণা করেন দিদার।
তিনি শুধু মাত্র আওয়ামী বিরোধীদের বিপক্ষে অবস্থান নেননি যারা আওয়ামী সরকারের সময় পদ-পদবী নিয়ে ক্ষমতার অপব্যবহার করছে তাদেরও ছাড় দেননি।
অবশেষে আজ ১১ আগস্ট (সোমবার) চট্টগ্রাম মহানগরীর চকবাজার থেকে অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য দিদার হোসাইন (২৬)কে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত দিদার কর্ণফুলী উপজেলাধীন চরলক্ষ্যা ইউনিয়ন (২নং ওয়ার্ড) হযরত বিশ্ব ফকির (রহঃ) এর বাড়ীর আবুল কালাম ও আয়েশা আক্তারের পুত্র।
ভাইরাল “দিদার ভাই” গ্রেফতারের বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেই সাথে দেখা দিয়েছে মিশ্রণ প্রতিক্রিয়া। বিভিন্ন আইডি ও পেইজে কমেন্টে লেখেন-“এতদিন পর কর্ণফুলী থানা পুলিশ কাজের কাজ করেছে।”
“আমাদের দিদার ভাই কারো কোন ক্ষতি করে নাই সব সময়ই সত্যের পথে ছিল আমাদের দিদার ভাই সবার বিপদে পাশে ছিল ভাইয়া আল্লাহ সহায়।”
এদিকে মোঃ দিদার হোসাইন চৌধুরীর ফেসবুক আইডিতে ভিজিট করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের বক্তব্যে সততা মিলে। তার ফেসবুক আইডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বেশ কিছু ভিডিও দেখতে পাওয়া যায়।