কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম :
হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা।
গত ২১ শে সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা মহালয়া মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথি দিয়ে শুরু হবে দেবী দুর্গার পূজার মূল আনুষ্ঠানিকতা। পরের দিন ২৯ মহাসপ্তমী, ৩০ অক্টোবর মহাঅষ্টমী ও ১ নভেম্বর মহানবমী পালিত হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, কর্ণফুলীতে ৫ টি ইউনিয়নে এ বছর মোট ২৪ টি পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪টি মণ্ডপে প্রতিমাপূজা এবং বাকিগুলোতে ঘটপূজা হবে।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সজীব কান্তি রুদ্র বলেন, কর্ণফুলী উপজেলায় এবার দুর্গা পুজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আমি আশাকরি এই উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা খুব জাঁকজমকপূর্ণ এবং নির্বিঘ্নে পুজা পালন করবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মুহাম্মদ শরীফ বলেন, পূজার সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। গতবছরের মতো এবারও কর্ণফুলী থানা প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবকে পালন করার জন্য সবধরনের প্রস্তুতি শেষ করেছে।
কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রূপেন চৌধুরী বলেন, কর্ণফুলী ১৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত এবারের দূর্গাপূজা। উপজেলা প্রশাসনের সাথে ইতিমধ্যে ৯টি পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে বাকী ৫টি পূজা মন্ডব আজকালের মধ্যে পরিদর্শনে কথা রয়েছে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় পূজার সর্বোচ্চ নিরাপত্তার জোরদার করা হয়েছে।
কর্ণফুলী উপজেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক রাজিব শীল বলেন, প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণ প্রায় শেষের দিকে। শিল্পীরা দিনরাত পরিশ্রম করছেন সাজসজ্জার কাজ শেষ করতে। পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি আরও জানান, আনন্দময় পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাদের সহায়তায় আমরা আশাকরি এই কর্ণফুলী উপজেলায় জাঁকজমকপূর্ণ ভাবে পুজা উদযাপিত হবে।