মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মোঃ হাফিজ আহমেদ এর বিদায় সংবর্ধনা আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন উপজেলা সিপিপি টিম লিডারবৃন্দ।
আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় খুলশীস্থ চট্টগ্রাম জোনাল অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সন্দীপ উপজেলা লিডার মশিউর রহমান মশিউর রহমান বেলাল। বাঁশখালী উপজেলা লিডার ছগির আহমেদ মিরসরাই উপজেলা লিডার সাইফুল্লাহ দিদার, সীতাকুণ্ড উপজেলা লীডার মোঃ শাহজাহান, কর্ণফুলী উপজেলা লিডার আলহাজ্ব এম মঈন উদ্দিন চেয়ারম্যান, শিকলবাহা ইউনিয়ন লিডার লুৎফর রহমান শাহজাহান,জুইডন্ডি ইউনিয়ন লিডার জাপর আহমদ,অফিসের ষ্টাপ লোকমান ও বড়ুয়া বাবু।
এসময় উপজেলা নেতৃবৃন্দ বলেন-আজ আমরা যে মানুষটির বিদায়ে দাঁড়িয়ে আছি, তিনি শুধু একজন সিপিপি কর্মকর্তা ছিলেন না। তিনি ছিলেন একজন অভিভাবকের মতো, প্রহরীর মতো। যিনি দিনের পর দিন, রাতের পর রাত নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর চোখে ছিল সতর্ক দৃষ্টি, তাঁর হৃদয়ে ছিল মানুষের জন্য ভালোবাসা। আমরা উনার উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।
উল্লেখ্য তিনি কক্সবাজার আঞ্চলিক পরিচালক কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন।