আজ ২৭ অক্টোবর ২০২৫,দুপুর ১.০০টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের ফরমস, ফরমেট ও রেজিস্টার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সজীব কান্তি রুদ্র এবং প্রধান অতিথি জনাব আল আমিন হোসেন,সহকারী কমিশনার ভূমি, সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ বাবুল আরফাত ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, গ্রাম আদালত ইউনিয়ন পরিষদের একটি অন্যতম বিচারিক সেবা, যা জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করছে এবং আমাদের প্রচলিত আদালতের মামলা জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও উল্লেখ করেন, গ্রাম আদালত বিধিমালা ২০১৬ অনুযায়ী নথিপত্র প্রস্তুত ও রেজিস্টার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আজকের বিতরণকৃত উপকরণ ব্যবহারের মাধ্যমে আরও সুসংগঠিত হবে।
অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে ১৭টি ফরম ও ৫টি রেজিস্টার বিতরণ করা হয়। এসব উপকরণ ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের নথি প্রস্তুত, সংরক্ষণ ও মনিটরিংয়ে বিশেষ ভূমিকা রাখবে।
🔹 আয়োজনে: উপজেলা প্রশাসন, কর্ণফুলী
🔹 বাস্তবায়নে: স্থানীয় সরকার বিভাগ
🔹 সহযোগিতায়: ইউএনডিপি বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা (YPSA)
ন্যায়বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম আদালত—একটি কার্যকর উদ্যোগ।
আর যাবো না দূরের পথ বাড়ি কাছেই গ্রাম আদালত।







