শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি, দেড়হাজার টাকা মেডিকেল ভাতা ও কর্মচারিদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আজ হাটহাজারী ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি। অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন আরবি প্রভাষক মাওলানা নুরুল্লাহ রায়হান খান আল কাদেরি। ঢাকায় চলমান কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম রেজভি, মুহাম্মদ হারুন চৌধুরী, মাওলানা আবু বকর সিদ্দিকী, নিলুফার জাহান,নাসরিন নাভিলা,মাওলানা জামাল উদ্দিন কাদেরি,মাওলানা বুলবুল বাহার,মাওলানা হাফেজ আলমগীর, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা শামসুল আলম,হোসনে আরা,আসমাউল হুসনা, মাস্টার জাফর,মাস্টার হাসানুজ্জামান, মাওলানা আব্দুস সালাম,মাস্টার নুরুল আবছার,রুমা আখতার, মাওলানা চিশতি মঈনুল হক সিদ্দিকী প্রমূখ। মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরি বলেন -দেশের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর নাম এমপিওভুক্ত শিক্ষক সমাজ।প্লেটভর্তি শিক্ষাকে মুঠোয় বিতরণ করাই তাদের কাজ।যে সরকারই ক্ষমতার স্বাদ নেয় তাদের ক্রীড়ানক হয়ে যাওয়াটাই যেনো শিক্ষকদের নিয়তি।বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার এ সময়েও তারাই সবচেয়ে নিগৃহীত জাতি ।গতকাল ঢাকায় ৩দফা দাবি আদায়ের যৌক্তিক আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় গোটা দেশের শিক্ষক সমাজ বিক্ষুব্দ। আমরা এঘটনায় জড়িত পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।জাতি বিনির্মাণের কারিগর শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানানোর সাথে দাবিগুলোর সাথেও আমরা একাত্ম। আমরা এ আন্দোলনের যৌক্তিক দাবিগুলো আদায়ে সবার সমর্থন ও সহযোগিতা চাই।তিনি সারাদেশের শিক্ষক সমাজ,অভিভাবকসহ সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)