আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” শীর্ষক থোকের অনুকূলে চরপাথরঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোয়াজনগরের শারদা আলম সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজ পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত। পরিদর্শনকালে তিনি শারদা আলম সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজের ঢালাই এর কাজ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম, সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক জকির আহমেদ মামুন প্রমূখ।
পরিদর্শনকালে তিনি প্রাক্কলন অনুযায়ী সড়কের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব মেপে দেখেন। পরিদর্শনকালে সড়কের দৈর্ঘ্য ৪৩ মিটার ( প্রাক্কলন ৪২ মিটার) , প্রস্থ ২.৭৫ মিটার (প্রাক্কলন ২.৫০ মিটার) আরসিসির পুরুত্ব ১২৫ মিলিমিটার পাওয়া যায়। সড়কে ১৫০ মিলিমিটার বালি, ৭৫মিলি ব্রিক ফ্ল্যাট সলিংসহ উভয়পাশে ২৫০ মিলি গাইডওয়াল করা হচ্ছে মর্মে দেখা যায়। বাস্তবে প্রাক্কলিত দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব এর চেয়ে বেশি। প্রাক্কলন অনুযায়ী রড পরিমাপও করা হয়। এসময় তিনি উপজেলা ইঞ্জিনিয়ার, এলজিইডি, কর্ণফুলী এবং সহকারী উপজেলা ইঞ্জিনিয়ার,এলজিইডি, কর্ণফুলী, ঠিকাদারকে প্রাক্কলন অনুযায়ী যথাযথভাবে কাজ করার জন্য পরামর্শ দেন।