মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
চট্টগ্রামের কর্ণফুলীতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিল ভাউচার ব্যতীত খোলা ডিজেল বিক্রি করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ সোসবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সৈন্ন্যারটেক এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, ‘জনস্বার্থে ও নীতিমালা বাস্তবায়নে
এ ধরনের অভিযান চলমান থাকবে।’ নিয়ম অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধানও রয়েছে। কিন্তু এ নিয়ম এখানে মানা হচ্ছে না। ফলে বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- নিয়ম ভঙ্গের কারণে চরলক্ষ্যার সৈন্যেরটেক এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা, মা বাবা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা, আমেনা স্টোর কে ১০ হাজার টাকা ও ডিলিং লাইসেন্স ব্যতীত নিত্য প্রয়োজনীয় পণ্য টায়ার, পাইপ, গ্লাস ও স্যানিটারি পণ্য বিক্রির দায়ে মেসার্স মাহাবুব এন্ড সন্স কে ৩ হাজার টাকাসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়৷
অভিযানকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী মডেল ফায়ার এন্ড সিভিল সার্ভিস এর কর্মকর্তা ইসমাইল ও কর্ণফুলী থানার এস আই মোস্তাফিজুর রহমান।