মুহাম্মদ বেলায়েত হোসেন :আজ শুক্রবার (১২ জুলাই) বিকাল অনুমানিক ৫.৪৫ টায় কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ জামালপাড়া ঈদগাহ পুকুর (বুইজ্জ্যা পুকুর) হতে এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তির নাম মোঃ ছালেহ জহুর (৪৬) সে
দক্ষিণ শিকলবাহা ৬ নং ওয়ার্ড, ছালেহ জহুর সওদাগরের বাড়ি, জামালপাড়ার মৃত মোঃ ইসমাইল ও মাজমা খাতুনের পুত্র।
থানা সূত্রে জানা যায় – মৃতদেহের মানিব্যাগ, মোবাইল সাথে ছিল এবং জুতা পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ উলটপালট করিয়া কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন জানান-কখন কি অবস্থায় সে মারা যায় সে বিষয়ে এ মুহূর্তে পরিস্কার করে বলা সম্ভব নয়, সত্য উদঘাটন করতে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায় -গত বৃহস্পতিবার ১১ জুলাই সন্ধ্যা ৬ টায় সময় সে চট্টগ্রাম নিজ কর্মস্থল সিএন্ডবি এলাকা (কেএসআরএম গাড়ির মেকানিক) হইতে নিখোঁজ হয় মর্মে স্ত্রী আয়েশা আক্তার (৩৭) এর আবেদনের প্রেক্ষিতে চান্দগাঁও থানার জিডি নং-৭৯৯, তারিখ- ১২/৭/২০২৪ খ্রিঃ লিপিবদ্ধ হয়। নিখোঁজ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়।