মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : আগামীকাল ১ জুলাই থেকে কর্ণফুলী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ইং, উপজেলার কালারপোল হাজী ওমরা মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গড়াবে কর্ণফুলী উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম আন্তঃস্কুল “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট” (বালক) নামের টুর্নামেন্ট এর ফুটবল।
কর্ণফুলী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় : আগামীকাল ১ জুলাই সকাল ৯.২০ ঘটিকায় কর্ণফুলী উপজেলাতে চট্টগ্রাম আন্তঃস্কুল “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” (বালক) ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান মোঃ আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ ফারহানা মমতাজ, কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির হোসেন পিপিএম (বার), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোরশেদুর রহমান নয়ন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
০১-০২ জুলাই দুই দিন ব্যাপী টুর্নামেন্ট উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। পরের দিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।