চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি স্টিলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়।
বুধবার (২৬ জুন) ভোরে কোতোয়ালী থানাধীন নতুন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. মামুন (২৮), মো. শহিদুল ইসলাম জিসান (২৯), মো. সজীব (২৭), মো. শাকিল (২৪) এবং সাঈদ হোসেন (২৪)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের প্রবেশমুখে ধারালো চোরাসহ ছিনতাইয়ের উদ্দেশে পাঁচ ছিনতাইকারী অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।