চট্টগ্রাম নগরীতে অসামাজিক কার্যাকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯ নারী-পুরুষকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর লালদিঘীর পাড়স্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৬ নারী ও ৩ জন পুরুষ। পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন লালদিঘী কেসিদে রোডস্থ হোটেল সাউদিয়া নামে আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।