কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে কর্ণফুলীতে আনন্দ র্যালী করেছে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার ক্রসিং রিভারভিউ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কলেজ বাজার গিয়ে ফের রিভারভিউ মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের আ.লীগ ও তার অংগসংগঠনের ১০ হাজারের অধিক নেতাকর্মীরা অংশ নেন। বর্ণাঢ্য এই আনন্দ র্যালী শুরুর আগে রিভারভিউ কমিউনিট সেন্টার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার বলেন, আনোয়ারা- কর্ণফুলীর অভিভাবক সাইফুজ্জামান চৌধুরী এমপির নেতৃত্বে আওয়ামীলীগের দূর্গ যে কত শক্ত তার প্রমাণ আজ চট্টগ্রামবাসী দেখেছে। সাইফুজ্জামান চৌধুরী এমপি মহোদয়ের যোগ্য নেতৃত্বে কর্ণফুলী আ.লীগ সাংগঠনিকভাবে সুসংগঠিত। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তা প্রমাণ করেছে।
কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, কর্ণফুলী উপজেলা হলো সাইফুজ্জামান চৌধুরী এমপি ভাইয়ের ঘাঁটি। তাঁর পিতার হাত ধরেই এই জনপদের সৃষ্টি। সাইফুজ্জামানের হাত ধরে কর্ণফুলী আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ আ.লীগ মাটি ও সাধারণ মানুষের দল। আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে হওয়া আনন্দ র্যালীতে দশ হাজারের বেশি মানুষ অংশ নেয়। আ.লীগকে ভালোবাসে বলে মানুষ মাঠে নেমে এসেছে। ভবিষ্যতে তারা সাইফুজ্জামান এমপির যোগ্য নেতৃত্বে কাজ করে যাবে।
অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম এন ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো: আলী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সহ সভাপতি এস. এম হোসেন, রফিক আহমদ,জসীম উদ্দীন চৌধুরী, সেলিম উল্লাহ খান, শহীদুল আলম চৌধুরী, আমির আহমদ, যুগ্ম সম্পাদক এম এ হালিম,রফিউল কবির লিটু, সাংগঠনিক সম্পাদক রাশেদুর রহমান মিলন,জয়নুল আবেদীন বাবু,মো: আলমগীর খসরু, আব্দুল মান্নান সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৩ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেককাটা সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ।