মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী :
কর্ণফুলীতে বড় ভাই মুরাদের সাথে ফুটবল খেলতে গিয়ে স্কুল ছাত্র মোহাম্মদ আরাফাতের (১৪) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এস. আলম মাঠস্থ ফুটবল মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে গিয়ে এ মর্মান্তিক মৃত্যু হয়।
সে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আক্কেল আলীর বাড়ির নূর হোসেন প্রকাশ গুরা মিয়ার ২য় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শুরুর পূর্বে ছেলে ফুটবল গোলপোস্টের বার নিয়ে খেলছিল এক পর্যায়ে গোলপোস্টের বারটি ভেঙ্গে তার পেটের উপর পড়ে এতে গুরুতর আহত হয় আরফাত। আহত অবস্থায় থাকে প্রথমে উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে মেডিকেল এর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছে আরাফাতের স্কুল শিক্ষক মোহাম্মদ হাসান, তিনি নবীন কণ্ঠকে বলেন- আহত আরাফাতকে তার বাবাসহ কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত্যু বরণ করে সে।
এদিকে আরাফাতের মৃত্যুর খবর শুনে এলাকার পরিবেশ শোকে ভারী হয়ে উঠে, কান্নায় ভেঙ্গে পড়ে মা ও আত্মীয়স্বজন।
রিপোর্ট লেখা পযর্ন্ত লাশ বাড়িতে আনা হয়নি।