মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বিশেষ করে মসলা জাতীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে কর্ণফুলী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
বুধবার (১২ জুন) সন্ধ্যা ৭ ঘটিকায় ফকিরনীরহাট রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী ম্যাজেস্ট্রেট (ভূমি) পীযূষ কুমার চৌধুরী। এসময় ৩টি দোকানের মালিককে দ্রবমূল্য তালিকা না থাকার দায়ে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আল মদিনা স্টোর এর মালিককে ৩,০০০ টাকা, নুরে মদিনা স্টোর এর মালিককে ১০,০০০ টাকা এবং মা স্টোর এর দোকান মালিককে ৫,০০০ টাকা।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা পুলিশ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যবৃন্দ।