মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী:
বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে কর্ণফুলীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে উপজেলার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। মিছিলে নেতৃত্বদেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম ছালেহ, মহিউদ্দিন মাইজভান্ডারী, মাওলানা ইউনুছ তৈয়বী, কর্ণফুলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ বাহাদুর খান, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাপ্পিসহ তৃণমূল আওয়ামীলীগ, যুবলীগ, ওলামা লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীর আলম বলেন, ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে আমরা। এই বাজেট শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের বাজেট। আমরা যেই কল্যাণধর্মী রাষ্ট্রের কথা বলি তার অন্যতম ভিত্তি হচ্ছে এই বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে অর্থ মন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এই বাজেট পেশ করেছেন। এই বাজেট বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, মানুষের অধিকারের বাজেট এবং মানুষের কল্যাণের বাজেট। আমরা ওয়াসিকা আয়শা খানের নেতৃত্বে এই আনোয়ারাকে দূর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তুলব।