নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে স্লুইচগেইট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি। সাথে রেলওয়ে পুলিশও আছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাফর বলেন, তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি তার মাথা ঢুকিয়ে দেন। এসময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা ঘটনাস্থলে একটি মুঠোফোনও পেয়েছি।
ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। আমরা এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবো। তার পরিবারের কাউকে পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে।
Discussion about this post