মু. বেলায়েত হোসেন (কর্ণফুলী) :
নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পর কর্ণফুলী নদীতে মিললো মোহাম্মদ শফির মৃতদেহ।
আজ শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। নিখোঁজ শফির মৃতদেহ উদ্ধারের
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।
নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার লেইঙ্গা গোষ্ঠী বাড়ির কোরবান আলীর পুত্র।
নিহতের বড় ভাই মোহাম্মদ হোসেন নবীন কণ্ঠ বিডিকে জানান গত ১৫ মে দুপুর ২টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ১ নামক জাহাজে মাছ আনলোড করার সময় অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন মো. শফি।
স্থানীয়দের নিয়ে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি। প্রায় ৪৮ ঘন্টা পর আজ সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে লাশটি ভেসে উঠতে দেখে নৌ পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, ‘বাংলাবাজার ঘাট থেকে সকালে নিখোঁজ শফির লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’