মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী :
চট্টগ্রাম কর্ণফুলীতে ইন্টারনেট ও স্যাটেলাইট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া যুবক মাহাফুজ (৩১) ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ মে) সকালের সাড়ে নয়টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কর্ণফুলীতে শোকের ছায়া নেমে আসে।
নিহত যুবক মোহাম্মদ মাহাফুজ। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শায়ের মোহাম্মদ ব্যাপারী বাড়ির মৃত লেয়াকত আলীর ছেলে। মৃতকালে স্ত্রী, দুই শিশু সন্তান সহ এলাকায় অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্টার ক্যাবেল ডিস লাইনের প্রোপ্রাইটর নেছার আহমদ। সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার শিকলবাহার সিডিএর টেক এলাকার ডিস লাইনের কাজ করছিলেন মাহাফুজ। তখন সিঁড়িতে দাড়িয়ে কাজ করার সময় অসাবধানতায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে কিছু বুঝার উঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত দেহ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছে স্বজনরা। শুক্রবার সকাল দশটায় চরপাথরঘাটা গ্রামের শায়ের মোহাম্মদ ব্যাপারী জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মৃতদেহ।
Discussion about this post