মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে মো. শফি (৩৫) নামে যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পরও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার (১৫ মে) দুপুর ২ টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামে একটি জাহাজে মাছ আনলোড করার সময় নদীতে পড়ে যান তিনি।
নিখোঁজ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম বলেন, ‘নিখোঁজ শফি মূলত জাহাজ থেকে মাছ খালাসের কাজ করতেন। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, সে মৃগী রোগী ছিলেন। গতকাল তিনি নদীতে যান মাছ নামানোর কাজে। সেখানে তিনি নদীতে পড়ে যান। তখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধারে আমাদের অভিযান চলছে।’
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, ‘নিখোঁজ শফির মৃগী রোগ ছিলেন। সাম্পানটি জাহাজের সঙ্গে বাঁধা ছিলো। তাকে নদীতে পড়ে যেতে কেউ দেখেনি। গতকাল থেকে তিনি নিখোঁজ এমন সংবাদ আমি পেয়েছি’ তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমার সাথে যোগাযোগ করেনি। এ বিষয়ে তার পরিবার ও সহকর্মীরা ভালো বলতে পারবে।
স্থানীয় সূত্রে জানা যায়- গত ১৫ মে দুপুর ২টায় কর্ণফুলী নদীতে থাকা জাহাজ থেকে মাছ খালাস করতে গিয়ে নদীতে পড়ে যায় এমন ধারনায় দুপুর থেকে নদীতে উদ্ধারে কাজে নিয়োজিত রয়েছে মাঝি-মাল্লা ও নৌ-পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
Discussion about this post