মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এবারের এসএসসি পরীক্ষায় শতকরা ৭৪.৮৬ পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষায় শতকরা ৮৮.৫৩ কৃতকার্য হয়েছে। উপজেলার ৮টি মাধ্যমিক স্কুল থেকে ১৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৮৫ জন পরীক্ষার্থী ও ৩টি মাদ্রাসার ২৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ২৩ জন ও দাখিলে জিপিএ ৫ পেয়েছে ২ জন পরীক্ষার্থী।
কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়-উপজেলার দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন, পাশের হার ৮২.০৬, (জিপিএ ৫-৭জন) কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন পাশের হার ৭৮.৭২জন,(জিপিএ ৫-৪জন), কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জন পাশের হার ৭৯.০৫, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৮জন পাশের হার ৬৩.০২, মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় থেকে ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৬ জন, পাশের হার ৮৯.৩৬ (জিপিএ ৫-২জন) পিডিবি উচ্চ বিদ্যালয় থেকে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাশের হার ১০০,(জিপিএ ৫-৬জন) আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয় থেকে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭২ জন, পাশের ৭৩.২৪ ও আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ থেকে ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩২১ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। যা পাশের হার ৭০.২৪ (জিপিএ ৫-৪জন)। স্কুল পর্যায়ে গড়ে পাশের হার ৭৪.৮৬
দাখিল পরীক্ষায় উপজেলার ৩ মাদ্রাসার ২৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৪৭জন পরীক্ষার্থী কৃতকার্য হয় যা পাশের হার ৮৮.৫৩।
উপজেলার ফয়জুল বারী ফাযিল মাদ্রাসা থেকে ১২০ পরীক্ষার্থীদের মধ্যে ১১০ জন, পাশের হার ৯১.৬৭ (জিপিএ ৫- ১জন), শিকলবাহা অহিদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ জন, পাশের হার ৯৭.০৬ (জিপিএ ৫-১জন) ও চরলক্ষ্যা সিরাজুল মুনির দাকিল মাদ্রাসা থেকে ৯১ জন পরীক্ষার্থী এবারে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ৭১ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়, পাশের হার ৭৮.০২। মাদ্রাসা পর্যায়ে গড়ে পাশের হার ৮৮.৫৩
সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ইংরেজীর ভয়কে জয় করলেও অধিকাংশ পরীক্ষার্থী গণিত ধরাশয়ী হয়।
Discussion about this post