মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া সেতুর পশ্চিমে মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ বালুর মহালে বিশেষ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় ৩টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা, ১,৩০,০০০ ঘণফুট বালু ও ২টি স্কেভেটর জব্দ করা হয়।
আজ রবিবার (১২ মে) দুপুর ১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) পীযুষ কুমার চৌধুরী। এ সময় এলবি এন্টারপ্রাইজ (প্রো. প্রজ্ঞা জোতি বড়ুয়া) ফতেহ আলী শাহ এন্টারপ্রাইজে (প্রো. নুরুল ইসলাম) সরওয়ার করপোরেশন (ম্যানেজার মো. করিম) নামের ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী বলেন-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি সংশ্লিষ্ট মালিক বা আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্থানীয় জনগণের জায়গা জমিতে বা সরকারের জায়গা জমিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠ, আঙ্গিনা বা জায়গা জমিতে স্তূপ আকারে রাখতে পারবে না, ভেল্লাপাড়া বালু সেন্টারগুলোতে এ নিয়ম নীতির তোয়াক্কা না করে চালু ব্যবসা পরিচালনা করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১,৩০,০০০ ঘণফুট বালু ও ২টি স্কেভেটর স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুজ্জামান এর জিম্মায় দেওয়া হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, রাজনৈতিক ছত্রছায়ায় কর্ণফুলী নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালী উত্তোলণ করে উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া সেতু এলাকায় বালির মহাল গড়ে তুলেছে অভিযুক্ত ৩ প্রতিষ্ঠানসহ ৫টি প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসনের সন্নিকটে দীর্ঘদিন যাবত এ ব্যবসা পরিচালনা করে আসলেও প্রথম বারের মত এ অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা ১,৩০,০০০ ঘণফুট বালু ও ২টি স্কেভেটর জব্দ করে উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা (সিএমপি) পুলিশ টিম ও আনসার ভিডিপির সদস্যবৃন্দ।
Discussion about this post