ঐতিহাসিক ❝-আহলা দরবার শরীফে কুতুবে জামান,কুতুবুল আকতাব জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ)’র ১০৯ তম বার্ষিক ওরশ শরীফ ১২ মে (রবিবার)
গাউসুল আজম শাহসূফী হযরত আহমদ উল্লাহ সাহেব ক্বেবলা প্রকাশ হযরত ক্বেবলায়ে আলম যাকে ‘আমার জনাব’ বলে সম্বোধন করতেন এবং কুতুবে জামান অর্থাৎ যুগের কুতুব বলে অভিহিত করেছেন।
ইমামে আহলে সুন্নত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা সাহেব (রহঃ) তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব দেওয়ানে আজিজ শরীফে কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ) কে স্বাহেবে ক্বাশফুয়াল কুবুর বলে অভিহিত করেছেন এবং কাজী সাহেব ক্বেবলা (রহঃ)’র শানে একটি উর্দুতে মানকাবাদ রচনার মাধ্যমে জগতবাসীকে কাজী আসাদ আলী ক্বেবলা (রহঃ)’র আধ্যাত্মিক ক্ষমতা সম্বন্ধে জানান দিয়েছেন।
যিনি আশ্চর্য্য আধ্যাত্মিক ক্ষমতা বলে জমিনে হেটে যাওয়ার সময় মানুষের কবরের আজাব অর্থাৎ কবরে ময়ুতের অবস্থান সম্বন্ধে জানতেন, যিনি চট্টগ্রামের জমিনে অসংখ্য অগণিত আউলিয়া কেরামগনের মাজার শরীফ সনাক্ত করেছেন,নাম প্রকাশ করেছেন,ওরশশরীফের তারিখ নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো চট্টগ্রামের শহর কুতুব শাহেনশাহে আমানত হযরত শাহ আমানত খান (রহঃ),পটিয়া নলান্ধা বার আউলিয়ার অন্যতম অলী হযরত গাজী আফজাল আউলিয়া,বোয়ালখালী উপজেলা যার নামে নামকরণ হয়েছে হযরত শরফুদ্দীন বু-আলী কালন্দর শাহ (রহঃ)’র আস্তানা শরীফ,সৈয়দপুর হাওলা সৈয়দ মারুফ,সৈয়দ কুতুব শাহ প্রকাশ (মামা-ভাগিনার মাজার),খিতাবচর আটতলা দরগাহ হযরত ইউসুফ শাহ আল-আরবী,হযরত হাসান শাহ ইউনানী (রহঃ)’র মাজার সহ আরো অসংখ্য মাজার শরীফ সনাক্ত করেছেন।
উল্লেখ্য যে,এই সমস্ত আরাবীয়ান আলীগন ইসলাম প্রচারের জন্য এসে যখন এক এক জন অলী এক এক জায়গায় অবস্থান নিয়েছেন তখন কেউ এদের অবস্থান সম্বন্ধে জানতেন না,উনাদের নাম জানতেন না উনাদের মাজার কোথায় জানতেন না,উনাদের ওরশ শরীফের তারিখ জানতেন না ঠিক সেই সময় কুতুবে জামান কাজী সাহেব ক্বেবলা (রহঃ) সেই সমস্ত মাজার সমূহ সনাক্ত করে স্ব-স্ব এলাকার লোকজনকে এই মাজারগুলো দেখা শোনা করে ত্বাজীম,শ্রদ্ধা, ভক্তি করার তাগিদ দেন অন্যথায় এলাকার জন্য খারাপ হবে বলে জানান দেন। জনাব ক্বেবলা প্রত্যেক এলাকায় কিছু কিছু মানুষকে দায়িত্ব দিয়েছেন এবং তারা দায়িত্ব যথারীতি পালন করেছেন।
আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা, কুতুবে জামান,কুতুবুল আকতাব,হযরত মাওলানা শাহসূফী জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ)’র ১০৯ তম বার্ষিক ওরশ শরীফ ২৯ শে বৈশাখ মোতাবেক ১২ মে ২০২৪ ইংরেজী,রবিবার দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হবে।ছদারত করিবেন-পীরে ত্বরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মোহাম্মদ মেজবাহ উদ্দিন ছাহেব কিবলা আল কাদেরী আল চিশতী (মঃজিঃআ), সাজ্জাদানশীনঃ -আহলা দরবার শরীফ ও নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম (মাঃজিঃআঃ), সাজ্জাদানশীন আহলা দরবার শরীফ। উক্ত ওরশ শরীফে সকল ভক্ত,আশেকান,মুরীদানগণকে হাজির হয়ে মুরশীদ ক্বেবলার রুহানী ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন, নায়েবে সাজ্জাদানশীল ছোট শাহাজাদা সৈয়দ মোহাম্মদ রিজুয়ানুল ইসলাম (রাফি ) সাজ্জাদানশীল -আহলা দরবার শরীফ।
Discussion about this post