মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) :
নিয়ন্ত্রণহীন এস. আলম ( চট্টমেট্রো-ব ১১-১৭২৭) বাসের সাথে রড় বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ড ১১-১৩২৭) সংর্ঘষে ৪ জন আহত হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার টহলরত এস আই নূরে আলম। তিনি জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, আহতের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আজ (বৃহস্পতিবার) ২ মে সকাল ৯ টায় কর্ণফুলী উপজেলার শাহ আমানত টোল প্লাজার দক্ষিণ-এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন ইসমাইল(৬০) ট্রাক হেলপার, মোঃ ইলিয়াস (৪৫) ট্রাক ড্রাইভার, মোহাম্মদ জানে আলম (৩০), আমিনুল মোস্তফা (৪৭) এস আলম সার্ভিসের যাত্রী।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এস আলম বাসের যাত্রী আমিনুল মোস্তফা (৪৭) জানান সকাল ৮.৩০ টায় বাসটি নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ছাড়া হয়। দক্ষিণ চট্টগ্রামে প্রবেশমূখ শাহ আমানত টোলপ্লাজা সংলগ্ন এলাকায় রড় বোঝাই ধীরে চলা ট্রাকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে আমি সহ কয়েকজন গুরত্বর আহত হয়।
এ বিষয়ে কথা হয় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন এর সাথে, তিনি জানান বাস-ট্রাকটি এখনো রাস্তায় রয়েছে। গাড়ি দুইটি সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাড়ি কিংবা চালককে আটকের ব্যাপারে কোনো তথ্য থানা সূত্রে জানা যায়নি।
Discussion about this post