মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম : কর্ণফুলীতে শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ গত ২৯ এপ্রিল (সোমবার) কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ স্বাক্ষরিত তালিকায় (ক ও খ বিভাগ) মিলিয়ে ৩২ টি ইভেন্টের মধ্যে ১৯টিতে প্রথম স্থান অর্জন করে কর্ণফুলী উপজেলার অন্যতম বিদ্যাপীঠ খোয়াজনগরস্থ আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ।
এর মধ্যে ক বিভাগে ইংরেজী রচনা ও ইংরেজী বক্তব্য প্রতিযোগিতায় ৭ম শ্রেণির ছাত্র অশি আহমেদ, বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত/ নির্বাচিত) প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মুকসাত জাহান নিহা, নির্ধারিত বক্তৃতা (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ) প্রতিযোগিতায় ৭ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মুনিরা, রবীন্দ্র, নজরুল ও উচ্চাঙ্গ সংগীতে ৭ম শ্রেণির ছাত্রী ফারহানা আক্তার অরিন, জারীগান (দলভিত্তিক) প্রতিযোগিতায় ফারহানা আক্তার অরিন ও তার দল। নৃত্য (উচ্চাঙ্গ) প্রতিযোগিতায় ৭ম শ্রেনির ছাত্রী নুর মোরশেদা মম ও লোক নৃত্য প্রতিযোগিতায় ৭ম শ্রেণির ছাত্রী সামিরা আফরিন তাসপিয়া এবং খ বিভাগের হাম্দ/নাত প্রতিযোগিতায় ১০ শ্রেণির ছাত্রী হাসনা হেনা, ইংরেজী রচনা ও বক্তব্য প্রতিযোগিতায় ১০ শ্রেনির ছাত্রী তানিয়া ইমরান সাথী, বাংলা কবিতা আবৃত্তি (স্বরোচিত/ নির্বাচিত) প্রতিযোগিতায় ১০ শ্রেণির ছাত্রী তাজনোভা খানম মীম, বির্তক প্রতিযোগিতায়(একক) ৯ম শ্রেণির ছাত্রী ফাহমিদা সালামা সুরাইয়া, নির্ধারিত বক্তৃতা (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ) প্রতিযোগিতায় ১০ শ্রেণির ছাত্রী তানিয়া ইমরান সাথী, রবীন্দ ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় ৯ম শ্রেণির ছাত্রী অরিত্রী পাল, উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতায় ৯ম শ্রেণির ছাত্রী স্টেলা কুইয়, জারীগান (দলভিত্তিক) অরিত্রী পাল ও তার দলও নৃত্য (উচ্চাঙ্গ) প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করে উক্ত বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান আনিকা।
এ বিষয়ে শিক্ষানুরাগী মাস্টার হাফেজ আহমেদ বলেন, বর্তমান সরকার মেধাবী জাতি গঠনে শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করছে ফলে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশিত হচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ ক-খ বিভাগের ৩২ টি প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯টি প্রথম স্থান অর্জন করে, যা নিঃসন্দেহে আনন্দের ও শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমের ফসল। কর্ণফুলী উপজেলায় শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে বিদ্যালয়টি অন্যান্য ভূমিকা রেখে চলছে আমার প্রত্যাশা বিদ্যালয়টি তার ধারাবাহিকতা বজায় রাখবে।
Discussion about this post