বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাটের পূর্ব পাশে ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা চট্টগ্রাম নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। সে বোয়ালখালী পৌরসভার কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে।
সূত্রে জানা যায়, ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় কলেজ ছাত্রী বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই ছাত্রী চাপা পড়েন। ঘটনাস্থলেই এই কলেজ ছাত্রী মারা যায়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন নবীন কণ্ঠ বিডিকে জানান, এ ঘটনায় টেম্পুসহ চালককে আটক করা হয়েছে।
Discussion about this post