মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক (আখতারুজ্জামান বাবু চত্বরে) সড়ক আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ইকবাল আহমেদ ও বিআরটিএ, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী ।
অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন কর্ণফুলী থানা (সিএমপি) ও হাইওয়ে পুলিশ ।
সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৯ টি মামলা, ২১,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
লাইসেন্স বিহীন ২টি, ৬,০০০ টাকা অর্থদণ্ড, ফিটনেস বিহীন -৩টি, ৭,৫০০ টাকা অর্থদণ্ড, অন্যান্য মামলা-৪টি, ৭,৫০০ টাকা অর্থদণ্ড ও রেজিস্ট্রেশন বিহীন ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন- সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ঈদের পর ধারাবাহিক সড়ক দুর্ঘটনা রোধে সোচ্চার হয় বিআরটিএ। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এ সংস্থা।
Discussion about this post