মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরে অবস্থিত এস. আলম সুগার ফ্যাক্টরী শ্রমিকদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও এস. আলম পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়।
গত রবিবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় এস. আলম সুগার ফ্যাক্টরী গেইট সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জালাল উদ্দিন বাপ্পি, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ ফারুক, প্রকাশ, মোহাম্মদ ফায়সালসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক নেতা জালাল উদ্দিন বাপ্পি বলেন, এস. আলম একটি শ্রমিকবান্ধব পরিবার। প্রতি বছর ঈদে শ্রমিকদের মাসিক বেতন বোনাস দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে করে থাকে। এ ঈদে ফ্যাক্টরী অগ্নিকাণ্ডে ক্ষতির সম্মূখীন হলেও তার ধারাবাহিকতা বজায় রেখেছে। তার জন্য তিনি শ্রমিকদের পক্ষ থেকে তিনি এস. আলম পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া মাহফিলে মিলাদ-ক্বিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফারুক।