মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) :
কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা মোহাম্মদ হাশেম কর্তৃক প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হাশেম ফাউন্ডেশন।
গত শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩ টায়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়।
দিদার হোসেন কর্ণফুলীর আহ্বানে উক্ত অনুষ্ঠানে হাশেম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ হারুন, কার্যকরী সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, মাষ্টার আব্দুস শুক্কুর, আব্দুর রহিম, কর্ণফুলী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সংগঠক শাহরিয়ার মাসুদ, লেয়াকত আলী, জাকারিয়া, সালাউদ্দিন রুবেল, সোহেল রানা, সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন বলেন-কর্ণফুলীবাসীর প্রতিটি দুর্যোগকালীন সময়ে হাশেম ফাউন্ডেশন সহযোগিতার হাত প্রসারিত করেছে তারই ধারাবাহিকতায় আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী নিয়ে এসেছি। আমরা দিদার হোসেন কর্ণফুলী ভাইয়ের সূত্রে জানতে পেরেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশে দিন যাপন করছে, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।