মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর কর্ণফুলী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্টান প্রধানের গৌরব অর্জন করলেন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তালেব চৌধুরী। ৩৯ বছরের শিক্ষকতা জীবনে ৩য় বারের মত তিনি এ গৌরব অর্জন করেন (২০১৯, ২০২৩ ও ২০২৪)।
গত বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) কর্ণফুলী মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যলয় থেকে বাছাই কমিটির আহ্বায়ক, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত ও বাছাই কমিটির সদস্য সচিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ স্বাক্ষরিত প্যাডে এ স্বীকৃতি দেওয়া হয়।
মুহাম্মদ আবু তালেব চৌধুরী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্টান প্রধানের গৌরব অর্জন করায় চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাবেক ছাত্র-ছাত্রী উনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এবিষয়ে আবু তালেব চৌধুরী বলেন-একজন শিক্ষক হিসেবে এ অর্জন আমার জন্য নিঃসন্দেহে আনন্দের ও আমার পরিশ্রমের স্বীকৃতি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সমন্বয়ে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছি। এ সময় তিনি আশা প্রকাশ করেন আগামীতেও এ প্রচেষ্টা অব্যহত থাকবে।
Discussion about this post