মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
দেশে এগিয়ে যাচ্ছে, দেশের অবকাঠামোর পরিবর্তন হচ্ছে সেই যাত্রায় কর্ণফুলীর প্রাচীনতম বিদ্যাপীঠ কালারপোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রের বিভিন্ন স্তরে অবদান রাখছে। তিনি উল্লেখ করে বলেন এখানে অধ্যায়ন করা ছাত্র-ছাত্রীদের মধ্যে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা -ডাক্তার-ইঞ্জিনিয়ার-শিক্ষক-সাংবাদিক হয়েছেন। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নের যাত্রায় অবদান রাখছেন।
এ সময় তিনি আশা প্রকাশ করেন অত্র বিদ্যালয় সেই গৌরবময় ইতিহাস অক্ষুন্ন রাখবে।
গত শুক্রবার (২৯ মার্চ) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক বিদ্যালয়ের মাঠে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ হাকিম আলী উপরোক্ত মন্তব্য করেন।
কালারপোল হাজী মোঃ ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পর্ষদের আহবায়ক আবদুল গফুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ছিদ্দিক বি কম, মুহাম্মদ ইব্রাহিম, মিজানুর রহমান, বোরহান উদ্দিন ফারুকী, মুজিবুল হক, মাহবুবুল আলম জনি, ইকবাল হোসেন, এডভোকেট গিয়াসউদ্দিন পারভেজ, সমন্বয়ক দিদার হোসেন কর্ণফুলী, মাষ্টার মনছুর, জাবেদ উদ্দিন জয়,ফারুক হোসেন, আল্ মামুন, ইঞ্জিনিয়ার আজাদ, ওমর ফারুখ, ইঞ্জিনিয়ার দিদার, এডভোকেট মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইলিয়াছ, রমজান আলী রুমু, মোহাম্মদ মুছা, লায়ন জসিম উদ্দিন, শহীদুল ইসলাম, এম এ রহিম, মুহাম্মদ ইলিয়াস শহীদুল ইসলাম রনি, রমেল,ও শাহ ইমরান প্রমুখ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাতে মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসেন।
Discussion about this post