মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম)
কর্ণফুলীর আরাকান সড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় ড্রাম ট্রাকের (চট্টমেট্রো-ট ১১-৯৪০০) চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।
গত ২৯ মার্চ (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার সময় কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকার মা ও শিশু হাসপাতালের সামনে এ মর্মন্তিক দুঃর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. মোবারক হোসেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তিনি চার চাকা টেম্পু গাড়ির যাত্রী ছিলেন। ড্রাম ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ড্রাম ট্রাকটি ।
পুলিশ সূত্রে জানায়, ট্রাক চালকের নাম মো. রাসেল (৩০)। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার শামীম মেম্বার বাড়ির কনকদিয়া গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। বর্তমানে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানান।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীন কণ্ঠ বিডিকে মো. জহির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যাত্রীকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও মাহিন্দ্রা ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post