মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের
ইছানগর গ্রামের বিএফডিসি সড়কে একটি খালি ড্রাম ট্রাকের ধাক্কায় ২ বছরের শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর তিনটার দিকে এ নির্মম দুর্ঘটনা ঘটলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি নিঃশেষ ত্যাগ করে।
নিহত শিশুর ভোলা জেলার লাল মোহন থানা এলাকা পূর্ব চারোমেড গ্রামের মোঃ রাসেল এর কণ্যা সন্তান। গত চার মাস ধরে চরপাথরঘাটা ইউনিয়ন ইছানগর গ্রামে ৯ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের কোলনীতে ভাড়ায় থাকেন মোঃ রাসেল ও তার পরিবারের। সাবেক ইউপি রাজ্জাক জানান, “ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীর সূত্রে জানতে পারি, বাড়ি নির্মাণ কাজ বালি পরিবহনে ব্যবহারিত ড্রাম ট্রাকটি সাইটে বালি নামিয়ে ফিরে যাওয়ার সময় বাচ্ছাটি খেলারছলে রাস্তায় চলে আসে। এতে গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সনদ তথ্যনুযায়ী জানা যায়, মেডিকেলে পৌঁছানোর আগে বাচ্ছাটি মারা যায় ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি ( চট্ট মেট্রো শ ১১ ১৬৭৫) জব্দ করা হয়েছে। গাড়ি চালক এবং হেল্পার পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post