বোয়ালখালী সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীতে শাহানা সুলতানা রিমু (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী বটতল এলাকার চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মো. মুছার স্ত্রী। স্থানীয়রা জানান, নিহত রিমুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী মোহাম্মদ মুছা প্রবাসে আছেন। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘গৃহবধূর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’
Discussion about this post