মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : প্রায় দেড় হাজার মানুষের ইফতার আয়োজন করলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলাধীন চরপাথরঘাটা ৪নং ওয়ার্ড ইউনিট। গত ১১ রমজান শুক্রবার চরপাথরঘাটা শাহ ছমিয়া জামে মসজিদে এ আয়োজন করে সমাজ সংস্কার মূলক মানবিক ও অরাজনৈতিক সংগঠনটি।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশীদ বেলাল।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দাওয়াতে খায়ের সম্পাদক অধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন নেজামী। এসময় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমন, বিশিষ্ট সংগঠক আবু কালাম, আবদুল মোনাফ সওদাগর, জানে আলম আলমগীর, মোহাম্মদ সালাউদ্দিন সাজ্জাদ সাজিদ, সোহেল চৌধুরী প্রমুখ। এসময় দেশও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহ ছমিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবু কালাম আজাদ।