চলছে রমজান মাস। রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র মাহে রমজান। বছরের বারো মাসের মধ্যে রমজান মাস হলো সবচাইতে ফজিলত এবং বরকত পূর্ণ মাস। এ মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমাদের উপর রমজানের রোজা ফরয করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। যেন তোমরা মুত্তাকী হতে পারো। (সূরা বাকারা : ১৮৩)। এ মাসে দিনের বেলা রোজা আর রাতের বেলা তারাবির নামাজ মুসলমানদের উপর পালনীয়। এ মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা সমূহ খুলে দেন এবং অভিশপ্ত শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখেন। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। (সহি বুখারী, হাদিস: ১৮৯৮) অন্য এক হাদীসে হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রমজান মাস আসলে জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। (সহিহ মুসলিম : ২৩৮৫)।রমজান মাসে একটি আমল করলে অন্য মাসের তুলনায় তা বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয় সওয়াবের দিক থেকে। রমজানে যদি কেউ একটি নফল আমল করে তাহলে অন্য মাসের ফরজ আমল সমতুল্য তাকে সওয়াব দেয়া হয়। হযরত সালমান ফারসী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে এ মাসে একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল। (শুআবুল ঈমান, বায়হাকী: ৩/৩০৫-৩০৬)। অর্থাৎ এ মাসের নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সওয়াব হয়। আর এ মাসের এক ফরজে অন্য মাসে ৭০ ফরজের সমান সওয়াব হয়।
কেউ যদি বড় এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে চায়, তাহলে তার জন্য প্রস্তুতি এবং প্রশিক্ষণ নেওয়া আবশ্যক। কারণ সে যদি ভালোভাবে প্রস্তুতি না নেয় তাহলে সে তার উদ্দেশ্যে সফলকাম হতে পারবে না। উদ্দেশ্যে সফলকাম হওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি থাকা আবশ্যক। আমরা যদি সাধারণ দুনিয়ার কোন কাজের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, প্রত্যেক কাজের জন্য আগে প্রশিক্ষণ দিতে হয়। কর্মের তুলনায় প্রশিক্ষণ অনেক কষ্টের হয়ে থাকে। কর্মক্ষেত্রে যেন সে পরবর্তী কাজগুলি ভালো করে করতে পারে, এজন্য এভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক বৈধ কাজকে তার জন্য অবৈধ করে দেওয়া হয় যাতে প্রশিক্ষণ ভালো হয়।
এবং কর্মক্ষেত্রে গিয়ে ভালো ফলাফল করতে পারে। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন একটা প্রশিক্ষণ হিসেবে আর সেটা হল তাকওয়া ও আল্লাহ ভীতি অর্জন করার প্রশিক্ষণ। এজন্য দেখা যায় রমজানের বাহিরে যে কাজগুলি আমাদের জন্য বৈধ যেমন পানাহার ও স্ত্রীসহবাস, এগুলোকে রমজান মাসে অবৈধ করে দেওয়া হয়েছে যাতে করে বান্দা তাকওয়া ও আল্লাহ ভীতির ব্যাপারে পরিপূর্ণ প্রশিক্ষণ নিতে পারে। আমরা যদি পবিত্র রমজানের পূর্ণ বরকত ও ফজিলত লাভ করতে চাই, তাহলে তার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শারীরিক ও মানসিক উভয় প্রস্তুতিই কাম্য। পূর্ণ প্রস্তুতি না থাকলে মাঝ পথে আমরা ছিটকে পড়তে পারি । রমজানকে সামনে রেখে আমরা যে সকল প্রস্তুতি গ্রহণ করতে পারি তার কয়েকটি হল – এক. গুনাহ ছেড়ে দেওয়া। আমার দ্বারা যদি কোন গুনাহ হতে থাকে তাহলে তা ছেড়ে দিতে হবে এবং একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। তাওবা অর্থ আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। তাওবা তিন জিনিসের নাম। ১. পূর্বের গুনাহ ছেড়ে দেওয়া। ২. পূর্বের গুনাহের উপর লজ্জিত হওয়া। ৩. ভবিষ্যতে তার উপর দঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। দুই. বেশী বেশী তওবা-ইস্তেগফার করা। তিন. জান্নাত – জাহান্নাম এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা।
চার. রোজা, ইফতার ও সাহরীর মাসআলা-মাসায়েল সমূহ ভালোভাবে জেনে নেয়া, যাতে করে অনিচ্ছাকৃত ভুলের কারণে আমার রোজা নষ্ট হয়ে না যায়। পাঁচ. নিত্যপয়োজনীয় পণ্য – সামগ্রী ও অর্থকরি আগে থেকে যথাসম্ভব মজুদ করে রাখার চেষ্টা করা। যাতে করে রমজানে শরীরের উপর অতিরিক্ত চাপ না পড়ে। ছয়. রমজানের আগের মাস গুলিতে, বিশেষ করে রজব ও শাবান মাসে কিছু কিছু রোজা রেখে রমজানের জন্য শরীর এবং মনকে অভ্যস্ত করা। সাত. যে সকল আসবাব – সামগ্রী দ্বারা গুনাহ ও পাপ কাজ সংঘটিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলি নিজের কাছ থেকে সরিয়ে ফেলা। আট. যে সকল কাজ করলে আমলের প্রতি আগ্রহ বাড়ে সেগুলি করা। নয়. নিজের পরিবার ও সন্তানাদিকে রোজা রাখার জন্য প্রস্তুত করা। দশ. রমজান ও রোজার ফাজায়েল সমূহ পরস্পরের মাঝে বেশি বেশি আলোচনা এবং পর্যালোচনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রোজাগুলো আদায় করার তাওফিক দান করুন ।
Discussion about this post