নিজস্ব প্রতিবেদক : নবগঠিত সরকারের বর্ধিত মন্ত্রী পরিষদের অর্থ মন্ত্রণালয়ের সদ্য নিযুক্ত প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি শুক্রবার (২২ মার্চ) ভোরে ঢাকা থেকে রেলযোগে (তুর্ণা এক্সপ্রেস) চট্টগ্রামে আসছেন।
একইদিন (শুক্রবার) দুপুরে তিনি চট্টগ্রাম মহানগরে অবস্থিত আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধাজ্ঞাপন করবেন । পরদিন ২৩ মার্চ (শনিবার) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন এর সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন। দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস বি.কম ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধাজ্ঞাপন শেষে হাইলধর ইউনিয়নের গুজরা নাথপাড়া আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করবেন । বিকাল ৩টায় উপজেলার রায়পুর ইউনিয়নের বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন ও সাড়ে তিনটায় পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন প্রকল্প পরিদর্শন করবেন। অর্থ প্রতিমন্ত্রী এরপর বিকাল ৪টায় বারশত ইউনিয়নস্থ পারকি বীচ কমিউনিটি হল সংলগ্ন মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও ইফতার সামগ্রী বিতরণ করবেন । ২৪ মার্চ রোববার সকাল সাড়ে ৭টায় সড়ক পথে চট্টগ্রামের নিজ বাসা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রসঙ্গত, বেগম ওয়াসিকা আয়শা খান এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে। পেশায় তিনি ব্যাংকার ছিলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ওয়াসিকা। তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হন। এছাড়া তিনি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়াসিকা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য কাজ করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপারসন। এছাড়া তিনি চিটাগং আর্টস কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন। তিনি সংরক্ষিত নারী আসন হতে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
Discussion about this post