মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ সময় ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কর্ণফুলী থানা সূত্রে জানা যায়- গতকাল বুধবার (২০ মার্চ) রাত সাড়ে দশটার দিকে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনীর ঘরের সিলিং থেকে ৩৪ কেজি গাঁজাসহ মোঃ হিসবুল্লাহ প্রকাশ রুবেল (২৭) নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায় রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ।
গ্রেফতারকৃত মোঃ হিসবুল্লাহ প্রঃ রুবেল (২৭) কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালি ইউনিয়নের মোস্তাক বাপের বাড়ির মো: হারুনের ছেলে। সে বর্তমানে শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
এ বিষয়ে কথা হয় শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোবারক হোসেন এর সাথে তিনি নবীন কণ্ঠ বিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তার তথ্যমতে পার্শ্ববর্তী আমশা পাড়া এলাকার সাকিনের সাইমুন উদ্দিনের বসতবাড়ির সিলিংয়ের উপর তল্লাশী চালিয়ে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানিয়েছেন, গাঁজা উদ্ধার করা বাড়িটির একজনের সাথে পাটনার হিসেবে গ্রেফতারকৃত আসামি গাঁজার ব্যবসা করতেন। তাঁরা সম্পর্কে বন্ধু হয়। যদিও অভিযানের খবর পেয়ে বাড়িওয়ালা বন্ধু আগেই পালিয়েছে।
কর্ণফুলী থানা সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার(বন্দর) শাকিলা সোলতানার দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার(বন্দর) শেখ-শরীফ উজ জামানের তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (কর্ণফুলী জোন) আরিফ হোসেন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন, পিপিএম(বার) এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এর সার্বিক সহযোগিতায় এসআই (নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স অভিযানে ৩৪ কেজি গাজাঁ উদ্ধারপূর্বক জব্দ করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post