নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় আজগর হোসাইন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ২ টার দিকে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনাস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আজগর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের ৫নং ওয়ার্ড এলাকার বদরুজ্জামানের পুত্র।
জানা যায়, অভিযুক্ত আজগর হোসাইন সোশ্যাল মিডিয়ায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি বিভিন্ন নবী রাসুল ও অলি বুজুর্গ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ তথ্য নিশ্চিত করে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল ইসলাম কায়কোবাদ জানান, আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে আজগর নামের যুবককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সহ নবী রাসুল ও বিভিন্ন অলি বুজুর্গদেরও সে কটুক্তি করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।