মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৯ নং ওয়ার্ডস্থ কর্ণফুলী ঘাট রোড আল্লাহর দান ব্যাটারী চালিত অটোরিকশা গ্যারেজ থেকে আজ ১৯ মার্চ (মঙ্গলবার) রাত ৩:৩০ টায় জুয়া খেলার আসর থেকে ৫ জুয়াড়ীকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।
আটককৃতরা হলেন মোঃ জসিম(৩০), পিতা-নুরুল হক, মাতা-শাহনাজ বেগম, গ্রাম-ইছানগর, ০৯নং ওয়ার্ড, সওদাগর বাড়ী, মোঃ জিয়াউর রহমান(৩০), পিতা-মোঃ জামাল উদ্দিন, মাতা-মনোয়ারা বেগম, সাং-দক্ষিণ সরংগা, ০৫নং ওয়ার্ড, রায়পুর ইউপি, থানা-আনোয়ারা, মোঃ সাগর(২১), পিতা-আব্দুল গফুর, মাতা-রওশনারা বেগম, গ্রাম-ইছানগর, ০৯নং ওয়ার্ড, সওদাগর বাড়ী, মোঃ শাহজাহান(২৬), পিতা-মোঃ নুর নবী, মাতা-আয়েশা খাতুন, গ্রাম-ইছানগর, ০৯নং ওয়ার্ড, সওদাগর বাড়ী, মোঃ মহিউদ্দিন(৫৩), পিতা-মোঃ শফি উল্লাহ, মাতা-বিবি জরিনা, সাং-ঝিন্নাঘর, ০৬নং ওয়ার্ড, আব্দুল আলী হাজীর বাড়ী, থানা-চরফ্যাশন, ভোলা বর্তমানে ইছানগর, ০৯নং ওয়ার্ড, আল্লাহর দান গ্যারেজে কর্মরত ছিলেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন-বিশেষ সংবাদের ভিত্তিতে আজ রাতে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়, আমাদের এ অভিযান চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মহানগর আইনে প্রসিকিউশন দাখিল করার প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post