মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) :
বাজারে প্রতিদিনের ন্যায় ৩০০ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছিল তরমুজ। ম্যাজিস্ট্রেট আসার সংবাদ পেয়ে তা ১৫০ থেকে ২০০ টাকা ধরে তরমুজ বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ে দোকানিরা, আর সুবিধা গ্রহণ করে বাজার করতে আসা স্থানীয় জনসাধারণ। এমনটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাটে, গতকাল ১৮ মার্চ (সোমবার) দুপুর ৩ টার দিকে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূূমি) পীযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ভ্র্যামমান আদলত পরিচালনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় তরমুজ বিক্রেতারা জরিমানা ভয়ে ক্রয় রশিদের সাথে ভারসাম্য রেখে ১৫০-২০০ টাকা দরে তরমুজ বিক্রি করে আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে সর্দাই করতে আসা ক্রেতারা এ সময় প্রত্যেকে ১-২টি করে তরমুজ নিয়ে বাড়ি ফিরে।
এসময় বাজারে সর্দাই করতে আসা মোহাম্মদ ফরিদ নামের ব্যক্তি জানান- অধিক লাভের আশা তরমুজ বিক্রেতারা দাম ধরে বসে থাকে ফলে রোজার মধ্যে ইচ্ছে থাকলেও তরমুজ কিনা হয়নি, আজ সুযোগ পেয়ে কিনে নিলাম।
তবে বাদ পড়েনি বাজারের মুরগি দোকানীরা দোকানে মূল্য তালিকা না রাখায় তাদেরকে নগদে গুনতে হয়েছে জরিমানা- মুরগি দোকানি নুরুল আজমকে ৪ হাজার ও মুরগি দোকানি নুরুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্রিজঘাট বাজারের আনোয়ার সিটির নীচ তলায় ফুলকলিকে মেয়াদ উর্ত্তীণ মিষ্টিন্ন ও অপরিচ্ছন্নতার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক (এডি) নাসরিন আক্তার ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।
অভিযানে নেতৃত্বকারী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘উপজেলা প্রশাসন রমজান জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে। রমজানে সাধারণ ক্রেতারা যেন হয়রানি না হন সেই লক্ষে আমাদের নিয়মিত মনিটরিং।’
উল্লেখ্য গত ১৩ মার্চ (বুধবার) কর্ণফুলীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
Discussion about this post