বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে অলক কান্তি নাথ (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী চুড়াখালী নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অলক ওই গ্রামের মৃত মানিক নাথের ছেলে।স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, সকালে অলক ডাল ছাটাই করতে গাছে ওঠেন। এরপর নামার সময় পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অলকের এক মেয়ে রয়েছে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন ইমু বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post