আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কর্ণফুলীতে উৎযাপন হয়েছে জাতীয় শিশু দিবস। আজ ১৭ মার্চ (রবিবার) কর্ণফুলী উপজেলার মাস্টারহাটস্থ মাঠ প্রাঙ্গণে তৃণমূল আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চরলক্ষ্য ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ। প্রধান বক্তা ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন জুলধা ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব এস এম সালেহ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন মাইজভান্ডারি, মৌলানা ইউনুস অহিদী সহ কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের সাবেক বর্তমান তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা। পরে দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌলানা মুফতি জাকির আলম আল কাদেরী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইসলাম বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের রাষ্ট্রটির জন্ম হতো না। তিনি নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন আমাদের মুজিব আদর্শের সৈনিক হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে হবে।
Discussion about this post