কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ১৫ যাত্রী মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয়রা। রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের হাসানপুর রেলস্টেশন অদূরে তেজের বাজার রেলক্রসিং এর দক্ষিণ পাশে শিহর চিওড়া ও উরুকুটির মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী ৭৮৫ বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে ৯টি লাইন থেকে ছিটকে পড়ে যায়। ওই রেল পথের তেজের বাজার এলাকার আপ লাইনের ২০৮ নম্বর ব্রিজের কাঠের স্লিপার ভেঙ্গে যাওয়ায় স্বজোরে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙ্গে ইঞ্জিন থেকে বগিগুলো আলাদা হয়ে চালক এবং ইঞ্জিনটি রক্ষা পায়। পরে চালক ট্রেনের ইঞ্জিনটিকে হাসানপুর রেলস্টেশনে নিয়ে যায়।
এ সময় প্রায় আধা কিলোমিটার রেল লাইন দুমড়ে-মুচড়ে যায়। লাইনচ্যুত বগিগুলো পাশের মাঠে এবং বাড়িতে গিয়ে পড়ে বলেও স্থানীয়রা জানান।
এ সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের এটেন্ডেসসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। ট্রেনের একটি বগী স্থানীয় শিহর চিড়রা গ্রামের স্বপনের ঘরের ওপর পড়ে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা স্বপন (৩৭), তার স্ত্রী রিনা বেগম (২৮) এবং মেয়ে স্বপ্না (৮) আহত হন।
ট্রেনের আহত যাত্রীরা হলেন ট্রেনের এটেন্ডেস কাজল (২২), সাজেদুল (২৮), ট্রেনের যাত্রী মিরাজ (৪৫), আফজল (২৯) রনি (২৮), লাকসাম নরপাটি এলাকার রিয়াজ (২৫),নাঙ্গলকোট পৌরসভার হাজী বাড়ীর তাবারুক ইসলাম ফারুক (২৪) এবং কিশোরগঞ্জের কটিয়াদির শামছুন্নাহারসহ (৩৩) কমপক্ষে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
Discussion about this post