বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রেড চিলি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। জামায়াত নেতাকর্মী সন্দেহে তারা আটক হলেও এখনও তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বগুড়া শহরের মফিজপাগলার মোড় এলাকায় রেড চিলি রেস্তোরাঁর পঞ্চম তালায় বগুড়া জেলা পূর্ব ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতারের আয়োজন করা হয়। সেখানে সরকারি মোস্তাফাবিয়া আলিফা মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রায় ৬০ জন ব্যক্তি এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। আটকের পর এই ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
এ ঘটনায় রেড চিলি রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন জানান, দুপুর ৩ টার দিকে ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে এই ইফতার মাহফিল শুরু হয়েছিল। ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি ইফতারের জন্য রেস্তোরাঁ বুকিং দিয়েছিল। তিনি নিজেকে শাজাহানপুরের ডোমনপুকুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ পরিচয় দিয়েছিলেন। কিন্তু বিকেলে পুলিশ এলে জানতে পারি এই সংগঠনটির নাকি ইফতার মাহফিলের অনুমতি ছিল না।
এই বিষয়ে জানতে ডোমানপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।
আটকের বিষয় নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জামায়াত নেতাকর্মী সন্দেহে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই শেষে বিস্তারিত পরে জানানো হবে। (সূত্র : দৈনিক ইনকিলাব)
Discussion about this post