কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবস ও আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে গতকাল ১৭ মার্চ (রবিবার) বিকাল ৩টায় মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রণি, এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ এম এন ইসলাম ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি বলেন- সাবেক ভূূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, তিনি আরো বলেন কেউ যদি রাজনৈতিকভাবে মোকাবেলা বাদ দিয়ে সন্ত্রাসী কায়দা ও অপ্রচার করে তাদের পরিণতি ভালো হবে না। দক্ষিণ জেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
Discussion about this post