নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ৯টি মুদি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জয় বাংলা বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।বাজারের ব্যবসায়ি ইসলাম উদ্দিন জানান, শেষ রাতে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ ঘুম থেকে সংবাদ পেয়ে বাজারে গিয়ে দেখি আগুনে দাউ দাউ করে দোকানঘরগুলো জ্বলতেছে। পরে বাজার এলাকার এবং আশপাশের গ্রামের লোকজন দ্রুত এসে নদীতে স্যালো মেশিন লাগিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বাজারের কেনন মিয়ার চা দোকান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চা দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। বাজারের ৯টি দোকান ঘর পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
Discussion about this post