নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি বা বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখা হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসামৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি বা বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছিল।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রভাতি দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণে সমন্বয় করতে পারবেন মর্মে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
Discussion about this post